Translate

Wednesday, August 1, 2012

বানানো হলো সত্যি 'রোবোকপ'!

জাপানি বিজ্ঞানীদের তৈরি রোবট ‘কুরাতাস’-এর বদৌলতে এবার কল্পবিজ্ঞানের দুনিয়া ছেড়ে বাস্তব পৃথিবীতে পা রাখছে ‘রোবোকপ’। চার মিটার লম্বা কুরাতাসের রয়েছে একটি মেশিনগান, যা প্রতি সেকেন্ডে ১শ’ রাউন্ড গুলি ছুঁড়তে পারে। খবর দি গার্ডিয়ান-এর।

টোকিওর ওয়ান্ডার ফেস্টিভালে প্রথমবারের মতো কুরাতাস দেখান নির্মাতারা। লম্বায় চার মিটার বা ১৩ ফিট উঁচু রোবটির ওজন সাড়ে চার টন। আর প্রতি মিনিটে ছয় হাজার এয়ারগানের গুলি ছোঁড়ার ক্ষমতা রাখে রোবটটি। নির্মাতারা কুরাতাস-এর দাম হেঁকেছেন ১০ কোটি ইয়েন।

দানবীয় রোবটটি চালানো যায় এটির ককপিটে বসে। তবে মজার ব্যাপার হচ্ছে, চাইলে থ্রিজি নেটওয়ার্কের মাধ্যমে স্মার্টফোন দিয়েও রোবটটি নিয়ন্ত্রণ করতে পারবেন এর চালক। আর রোবটটির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৬ দশমিক ২ মাইল।

কুরাতাস রোবটটি চলে ডিজেল ইঞ্জিনে। তবে নির্মাতারা বলছেন, মেশিনগানের উপস্থিতির কারণে রোবটটি ‘ভবিষ্যতের ওয়ারমেশিন’-এর ইমেজ তৈরি করলেও শান্তিপূর্ণ কাজেও ব্যবহার করা সম্ভব রোবটটি। প্রয়োজনে দমকলকর্মী থেকে শুরু করে ঝাড়ুদাড়ের কাজও করতে পারবে কুরাতাস।

No comments:

Post a Comment